জনকল্যাণে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে

হাটহাজারীতে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জনকল্যাণের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। কারণ দেশের জনগণের করের অর্থ দিয়েই প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন হয়। তাই সব কিছুর উর্ধ্বে উঠে সেবার মনোভাব নিয়ে জনগণের জন্য কাজ করা আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কোনভাবে যাতে এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত না হয় কিংবা হয়রানির শিকারে পরিণত না হয় সেই বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি গত রোববার উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, ডা. রশ্মি চাকমা, প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও থানার ওসির প্রতিনিধি।

ব্যারিস্টার আনিস আরো বলেন, আমার সংসদীয় আসনের লোকজন আমাকে অনেক দিয়েছেন। এবার শেষ বারের মত আমি এলাকাবাসীকে দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এর আগে তিনি উপজেলা শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষক নেতা রনজিত নাথ, শিমুল কান্তি মহাজন, রমজান আলী চৌধুরী , সৈয়দ নুরুল আবচার, মঞ্জুরুল আলম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগোলপাহাড় কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব কাল শুরু
পরবর্তী নিবন্ধঅব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃতদের ফেরানোর আহ্বান রওশনের