জামেয়া রজভীয়া নুরীয়া মাদরাসার উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি মাদরাসা ময়দানে সদস্য মুহাম্মদ সাব্বির উল্লাহর সভাপতিত্বে, মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী ও মাওলানা মুহাম্মদ মনির হোসেনের যৌথ সঞ্চালনায় গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল্লাহ ফারুকী। প্রধান অতিথি ছিলেন রজভীয়া নূরীয়া কমিটি ইউ.এ.ই শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী আজম। মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষা আ.ও.ম ফারুক হোসেন। বক্তারা বলেন, বর্তমানে অবাধ ইন্টারনেট সুবিধা, বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও ধর্মীয় অপব্যাখার দরুণ তরুণ প্রজন্ম মাদক, জঙ্গিবাদসহ নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে। বক্তারা দেশ জাতির স্বার্থে তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ ও অপসংস্কৃতির কবল থেকে রক্ষায় ইসলামী ভাবাদর্শে উজ্জীবিত করার আহবান জানান। সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, নুরুল আলম আজাদ, মাওলানা মুহাম্মদ ইয়াকুব, আহমদ হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মো. নুরুল ইসলাম তালুকদার, মুহাম্মদ এমরান ফরহাদ, এইচ এম হেলাল, ইফতেখার পারভেজ, মুহাম্মদ পিয়ারুল ইসলাম, মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ, অ্যাড. আইয়ুব আলী, মাস্টার মহিউদ্দীন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ জমিরুল ইসলাম, নাঈমুল ইসলাম অপু, মুহাম্মদ জমিরুল হাসান, মুহাম্মদ নাজিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এইচ এম ইয়াকুব, এইচ এম সাইফুল ইসলাম, মুহাম্মদ নিজাম উদ্দীন, মুহাম্মদ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন মুহাম্মদ আকিব উদ্দীন, মুহাম্মদ আনিস, মাওলানা সাকিব, ইমন রেজা, ঝিনু আকতার, জিন্নাত আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।