জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে অভিযান, জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:২২ অপরাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাটিয়ারী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাহাড়কাটার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পাশাপাশি পাহাড় কেটে চলা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর সরেজমিন পরিদর্শনে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়।

কিন্তু ওই চক্রটি পরিদর্শনের একদিন পর থেকে আবারও পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ শুরু করে।

পরে পাহাড় কাটা বন্ধে শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১নং সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কেটে পাকা দেয়াল স্থাপন কাজের সত্যতা মিলে। এসময় পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ করার দায়ে হজরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদরাসার পরিচালক আবদুল হকের কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সময়ে পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসী বন্ধুর পাঠানো স্বর্ণ হজম করতে পারলেন না সাইমন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৯৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার