জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে অভিযান, জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সরেজমিন পরিদর্শনে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু ওই চক্রটি পরিদর্শনের একদিন পর থেকে আবারো পাহাড় কেটে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে। পরে পাহাড় কাটা বন্ধে গতকাল শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নং সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কেটে পাকা দেয়াল স্থাপন কাজের সত্যতা মিলে। এসময় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ কাজ করার দায়ে হজরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদরাসার পরিচালক আবদুল হকের কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ কাজে জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অভিযানেও থামছে না পাহাড় কাটা
পরবর্তী নিবন্ধনারী ঘটিত কারণে হত্যা করা হয় বেকারিকর্মী শাহ আলমকে