সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল নগরীর কাজির দেউরি এস এস খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারের সামনে এ মানবন্ধন ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথ বন্ধ করার চেষ্টা। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাংবাদিকরা জনস্বার্থে কাজ করেন, তাদের ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত। রাষ্ট্র ও প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।
গত ৫ অক্টোবর সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় দুই সাংবাকিদের উপর হামলার ঘটনাটি ঘটে। তারা হলেন এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাম্যান মো. পারভেজ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও মানব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ভাংচুর করা হয় ক্যামেরা।