জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:০০ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের যৌথ উদ্যোগে এক সচেতনতামূলক র‌্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি থেকে স্থানীয় জনগণকে ডেঙ্গু রোগ প্রতিরোধে ও সচেতনতায় প্রচার পত্র বিলি করা হয়।

র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন রবিন, দাতা সদস্য মীর গোলাম মোস্তফা রাসেল, অভিভাবক সদস্য এম এ হানিফ, মো. শাহজাহান, মো. জয়নাল আবেদিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ, শিক্ষক তৌহিদা পারভিন, দিদারুল আলম, বনমালী শীল, ফাতেমী যোহনী উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে অনেক নারী পুরুষ ও শিশু প্রান হারাচ্ছে। অনাকাঙ্খিত কোন মৃত্যুই কাম্য নয়। একটু সচেতন হলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে বাড়ির আশপাশে ফুলের টবসহ বিভিন্ন কিছুতে জমে থাকা পানি ফেলে বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও দিনের বেলায় প্রয়োজনে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরসভা ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন