জগলু দাদু টাকলু মাথায়
মেট্টোরেলে চড়ে
অভিজ্ঞতার গল্প শোনায়
সারাটা দিন ধরে।
দশ মিনিটে উত্তরাতে
যখন গেলো দাদু
অবিশ্বাস্য ব্যাপার ঘটলো
মনে হলো জাদু!
ডানে–বামের দৃশ্যগুলো
রূপকথার ওই ছবি
ডিজিটাল এই বাংলাদেশে
মুচকি হাসে রবি।
এনাম আনন্দ
| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ