সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো দাবি করেছে, গত বছরে প্রতি মিনিটে এক লাখ ১৯ হাজার সাইবার হুমকি শনাক্ত করা হয়েছে। আর এক বছরে মোট সাইবার হামলা আটকে দেওয়া হয়েছে ছয় হাজার ২৬২ কোটি বার।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, গত বছরে শনাক্ত সাইবার হুমকিগুলোর ৯১ শতাংশ ইমেইল থেকে আসা। ফিশিং হামলা যে প্রতিনিয়ত আরও বাড়ছে তারই ইঙ্গিত দিচ্ছে এটি। গত বছর বাসা-থেকে-কাজ করা কর্মীদের লক্ষ্য করে প্রস্তুত প্রায় এক কোটি ৪০ লাখ অনন্য ফিশিং ইউআরএল শনাক্ত করেছে ট্রেন্ড মাইক্রো। গত বছর সাইবার অপরাধীদের জন্য কর্মীর বাসার নেটওয়ার্কের মাধ্যমে বাণিজ্যিক নেটওয়ার্কে প্রবেশ করার বড় সুযোগ ছিলো।