ছয় ব্যক্তির বিরুদ্ধে কাউন্সিলরের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ছয় ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নগরীর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহেদ ইকবাল বাবু। তিনি গত মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিচারক জহিরুল কবির মামলাটি কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, সাংবাদিক জুয়েল খন্দকার, তৌহিদ আহমেদ রেজা, মোহাম্মদ নাসের কোম্পানি, মো. আবুল কালাম আবু, জিন্নাত আলী ও শহিদুল করিম খান।

মামলার এজহারে বলা হয়, আসামিরা কাউন্সিলর মোহাম্মদ শাহেদ ইকবাল বাবুর ছবি ব্যবহার করে ‘কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর বিরুদ্ধে অভিযোগের শেষ কোথায়?’ শিরোনামে মিথ্যা, ভিত্তিহীন, অসত্য, মানহানিকর ও অপমানজনক সংবাদ ফেসবুকে পোস্ট করেছেন এবং শেয়ার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ বিজন কুমার