ছয় পেসার নিয়ে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

করোনার কারণে এখন অনেক কিছু বদলে গেছে ক্রিকেটে। নানা বিধি নিষেধও যোগ হয়েছে। এখন আর দেশের বাইরে খেলতে গিয়ে আগের মত সুযোগ সুবিধা মেলেনা। এবারের শ্রীলংকা সফরে যেমন বাংলাদেশ দলের অনুশীলনে কোনো নেট বোলার দিবে না স্বাগতিক ক্রিকেট বোর্ড। সেকারণেই আসন্ন এই সফরের স্কোয়াডে ছয় পেস বোলার অন্তর্ভুক্তির কথা ভাবছে বাংলাদেশ দলের নির্বাচকরা। যাতে করে নেট অনুশীলনে তাদের বলেই প্রস্তুতি সেরে নিতে পারেন তামিম-মুশফিকরা। শ্রীলংকায় দুই টেস্টের সিরিজের জন্য গতকাল বুধবারই দল ঘোষণার কথা ছিল নির্বাচকদের। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মাহমুদের ফিটনেস রিপোর্ট হাতে না পাওয়ায় দল ঘোষনা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে আঙুলের ইনজুরি কাটিয়ে উঠে পুরোপুরি ফিট মুশফিকুর রহিম। তেমনটি জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক মন্ডলীর সদস্য হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি শ্রীলংকায় কোন নেট বোলার পাওয়া যাবে না। সেকারণে স্কোয়াডে ছয় পেস বোলার রাখার চিন্তা করছি। আমরা এখনো মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মাহমুদের ফিটনেস রিপোর্ট হাতে পাইনি।
তবে মুশফিক ফিট হয়েছে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে পিঠে টান লাগায় ওয়ানডে সিরিজ শেষে তামিম ইকবালের সঙ্গে দেশে ফিরেছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। আর মাহমুদউল্লাহ বাদ পড়েছিলেন সিরিজের শেষ টি-টোয়েন্টি থেকে। নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ উরুতে টান লাগলে ছিটকে যান টাইগার টি-টোয়েন্টি দলপতি। তার বদলি হিসেবে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন লিটন দাশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলংকায় দুটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা
পরবর্তী নিবন্ধবিষণ্নতা ও স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ায় কোভিড