ছোট হরিণাবাজার বরকলে আগুনে পুড়ল ২৮ দোকান

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণাবাজারে আগুনে পুড়ে গেছে ২৮টি দোকান। গত রোববার রাত ১টার পর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ওই দোকানে গ্যাস সিলিন্ডার থাকা ও সেগুলো বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানান সংশ্লিষ্টরা। পরে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও পুলিশ সদস্যদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছোট হরিণাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির বলেন, সীমান্তবর্তী একমাত্র বাজার হওয়ায় প্রতি হাটের দিনে এখানে কয়েক লাখ টাকার ব্যবসা হয়। উপজেলার প্রধান একটি বাজার এটি। বরকল উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। তবে আশপাশে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় আগুনে ৩ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন থেকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব দুগ্ধ দিবস আজ
পরবর্তী নিবন্ধজাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী