নগরীর বাকলিয়ার আলোচিত জোড়া খুনের মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে সাজ্জাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
গত ৩০ মার্চ রাত ২টায় এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় জোড়া খুনের ঘটনা ঘটে। খুনের শিকার দুই ব্যক্তি হলেন বখতিয়ার হোসেন ও মো. আব্দুল্লাহ। এ ঘটনায় বখতিয়ার হোসেনের মা ফিরোজা বেগম বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন ছোট সাজ্জাদ, তার স্ত্রী শারমিন আক্তার তামান্না, মো. হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান, বোরহান ও মো. খায়রুল আলম।
এ হত্যার ঘটনায় ২ এপ্রিল নগরীর বহদ্দারহাটের খাজা রোড থেকে মো. বেলাল ও পরদিন ৩ এপ্রিল ফটিকছড়ি থেকে মো. মানিক নামে দুজনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তবে এ দুজনের নাম এজাহারে নেই। ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তে পেয়েছে পুলিশ।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তার পরবর্তী ৬ এপ্রিল বেলাল ও মানিককে আদালতে হাজির করা হলে বিচারক তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জোড়া খুনের এ ঘটনায় নগরীর সদরঘাট এলাকা থেকে ৭ এপ্রিল মো. সজিব নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে উপস্থাপন করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
প্রসঙ্গত, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গত ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়।