ছোট বা বড় সবার কথা গুরুত্ব দিতে হয়

আয়েশা সিদ্দিকা হ্যাপি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

প্রতিটা মানুষকে গুরুত্ব দিতে হয়। সে হোক ছোট বা বড়। কিন্তু তার মানে এই নয় যে নিজের মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাউকে দিবেন। যে বিপদে পরে তাঁকে সাহায্য করা একজন মানুষ হিসেবে অন্য মানুষের দায়িত্ব। তবে যে সাহায্যে নামে নিজের সময় কাটানোর মাধ্যম খুঁজে অন্যদের মূল্যবান সময় নষ্ট করে তাঁর থেকে দূরে থাকা অনেক ভালো। যার দ্বারা আপনার লাভ হবে তাঁকে আপনার সাথে রাখবেন, যার দ্বারা আপনার কোনো লাভ হবে না তাকেও সাথে রাখবেন। কিন্তু যার দিয়ে আপনার ক্ষতি হবে তাঁকেই কখনো জীবনে স্থান দিবেন না। তাঁর মানে এই নয় যে আপনি অহংকার করে কথা বলবেন। সব সময় মনে রাখবেন ঘড়ির কাটা এক সময় আপনার দিকেও আসতে পারে। আজ অন্যের সময়টা হয়তো খারাপ যাচ্ছে কালকে আপনারটাও খারাপ হতে পারে। ঘড়ির কাটা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকে না। সে চলে আপনা গতিতে। হয়তো আজ আমার কাল আপনার। তাই কাউকে কথা বলার আগে ভেবেচিন্তে বলুন। আর গুরুত্ব দিয়ে সব কথা শোনার চেষ্টা করুন কাউকে হেল্প করতে না পারলেও অন্তত চেষ্টা করুন। যদি চেষ্টা করতে না পারেন তাহলে সরাসরি দিবেন কিন্তু কোনো আশা দিবেন না আর অহংকার কোনো কথা বলবেন না। কাউকে কিছু বললে সেই মানুষটা হয়তো কিছু বলবে না আপনাকে কিন্তু সময় কাউকে ছেড়ে দেয় না। তাই মানুষকে বুঝার চেষ্টা করুন, একটু সময় দেওয়া চেষ্টা করুন, তবে যে আপনার সময় অপ্রয়োজনে নষ্ট করে তাকে নয়। কারণ ছোট বড়ো সবাইকে যেমন গুরুত্ব দিতে হবে তেমন নিজেকেও গুরুত্ব দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্টফোন ও আমাদের প্রজন্ম
পরবর্তী নিবন্ধআমাদের আব্বা এডভোকেট বদিউল আলম এর ২০তম মৃত্যুবার্ষিকীতে কিছু স্মৃতি কথা