ছোট্ট গ্রাম

নকুল শর্ম্মা | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১১:৫৯ পূর্বাহ্ণ

গ্রামের নামটি কুসুমতলি

এপার ওপার নদী

মায়ের মত আগলে রেখে

বইছে নিরবধি।

 

গাছগাছালি দুপাশ ঘিরে

ছবির মত ছাওয়া,

শান্ত নদীর শীতল জলে

সবার নাওয়া খাওয়া।

 

মানুষগুলো সহজসরল

আছে মিলেমিশে,

জীবন তাদের কাটছে সুখে

দুঃখ আবার কীসে?

 

ছোট্ট গ্রামে ছোট্ট ঘরে

থাকে পরম সুখে,

পেটটি ভরে চায় যে খেতে

সাহস রাখে বুকে।

 

পাড়ায় পাড়ায় আসর বসে

জোছনা ভরা রাতে,

এমনি করেই সারাবছর

থাকে দুধেভাতে।

পূর্ববর্তী নিবন্ধ১৫ মার্চ ৫২ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
পরবর্তী নিবন্ধযেখানে পাহাড়