বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির উদ্যোগে ছয়দিনব্যাপী শেখ রাসেল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক বলেছেন–বই দিয়ে জাগাতে হবে শিশুদের। বই পড়ার জন্য শিক্ষা দরকার। না পড়লে জ্ঞানের পরিধি বাড়বে না। এম. এ. মালেক এর প্রাঞ্জল সুন্দর বক্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। বই মানুষকে মহান করে। জ্ঞান আহরণ করতে চাইলে প্রচুর বই পড়তে হবে। একটি বই লেখকের আহরিত জ্ঞান, অভিজ্ঞতা, জীবন দর্শনের সমষ্টি। নিউটন, গ্যালিলি ও আইনস্টাইন, কিংবা রবীন্দ্র–নজরুল আনিসুজ্জামানসহ বিখ্যাতদের বড় হওয়ার পেছনে একটি গল্প। আর সেইটি হলো বই পড়া। বই আমুল পরিবর্তন নিয়ে আসে জীবন দর্শনে। বই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে নতুন করে উজ্জীবিত করে। মানুষকে নব উদ্যমে বাঁচাতে অনুপ্রেরণা দেয়। জগতের মহান ব্যক্তিরা সবাই বই প্রেমি। বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটস প্রতিবছর শতাধিক বই পড়েন। বড় বড় রাজনৈতিক নেতাদের কারাজীবনের একমাত্র সঙ্গী ছিল বই। বই জ্ঞানের উৎকর্ষকতা নির্মাণের হাতিয়ার। বই একটি জাতি ও একটি জনগণের উর্ধ্বমুখী উত্তরণের পরিচায়ক।
এম. এ. গফুর,
বলুয়ার দীঘির দক্ষিণ–পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।