ছৈয়দাবাদ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের হাশিমপুর ছৈয়দাবাদ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবুল কাশেম আনছারীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মিঠু কুমার ধরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান আল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, দৈনিক আজাদীর সিনিয়র ফটো সাংবাদিক সোহেল রানা, স্কুলের প্রধান শিক্ষিকা রূপালী রানী ধর, আজিমুশশানুল হক দস্তগীর, আরাফাত হোসেন, শিক্ষক শাহজাহান আজাদ, নুর হোসেন, নুরুল আলম, সহকারী প্রধান শিক্ষিকা অর্চনা রানী ধর, শিক্ষিকা তাজনিন ও আয়েশা, খালেদা আকতার প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা। তাই প্রত্যেক ছাত্র ছাত্রীদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ প্রতিযোগিতামূলক দুনিয়ায় মেধার বিকল্প নেই। যে যত বেশী জ্ঞান অর্জন করবে, সে তত বেশী মেধায় বিকশিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুড়ল চার বসতঘর