ছেলে হত্যা মামলায় মা কারাগারে

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুরে কামরুল হাসান কাউছার (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় মা হামিদা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত সোমবার সকালে বসত ঘরের শয়ন কক্ষ থেকে পুলিশ রক্তাক্ত কাউছারের লাশ উদ্ধার করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হামিদা বেগমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত কাউসার উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বাউদ্দার পাড় পণ্ডিত বাড়ির দুবাই প্রবাসী মো: কামাল ভূইঁয়া প্রকাশ মনার এক মাত্র পুত্র সন্তান। হত্যাকাণ্ডের ঘটনায় কাউছারের নানী ফরিদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুল আলম বলেননিহতের শরীরের জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা কে জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত থেকে ৪৫ দোকান উচ্ছেদ, জরিমানা