ছেলের চিকিৎসা খরচ যোগাড় করতে না পারায় বাবার আত্মহত্যা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৮:৩৮ অপরাহ্ণ

চন্দনাইশে ছেলের চিকিৎসা খরচ যোগাড় করতে না পারায় এক বাবা বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম মো. খোরশেদ (২৫)।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার বৈলতলী ভুইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খোরশেদ ঐ এলাকার মৃত আবদুল আজিজের পুত্র।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, সম্প্রতি মো. খোরশেদের পুত্র গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। টাকা না থাকায় ঐদিন চমেকে ভর্তি না করে পুত্রকে নিয়ে বাড়িতে চলে আসেন তিনি। পরিকল্পনা ছিল কিছু টাকা যোগাড় করে পরবর্তীতে তাকে চমেকে ভর্তি করা হবে।
বাড়িতে এসে খোরশেদ নানাভাবে চেষ্টা করেও টাকা যোগাড় করতে পারেননি।
পুত্রের চিকিৎসা ও ঔষধ খরচের টাকা যোগাড় করতে না পারায় ঐদিন রাতেই শঙ্খ নদী পার হয়ে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার আমিলাইশ এলাকায় গিয়ে বিষপান করেন খোরশেদ।
এসময় এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তার পরিবারে খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এছাড়া তিনি ঋণগ্রস্ত ছিলেন বলেও জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, “খোরশেদ গত বৃহস্পতিবার রাতে বিষপান করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার পরিবারে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার (৬ নভেম্বর) তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপেনসিলভেনিয়াতেও এগিয়ে বাইডেন