ছেলের অপেক্ষায় সাগর উপকূলে মায়ের অঝোর ধারায় আহাজারী

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:৪৪ পূর্বাহ্ণ

অপেক্ষার প্রহর গুনতে গুনতে দুইদিন পেরিয়ে গেলও ছেলের সন্ধান মেলেনি এখনও। ঘটনার পর থেকে বাড়বকুণ্ড সাগর উপকূলে ছেলের অপেক্ষায় মায়ের কান্নার শব্দে সাগর উপকূলের আকাশ বাতাশ মুহূর্ত ভারী হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়,১৭ ফেব্রুয়ারি)সোমবার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় অবস্থিত স্থানীয় জেলে রামদাস ও লিটন দাস তারা দুই ভাই নৌকায় করে সাগরে মাছ ধরতে যান। তবে সাগর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে তাদের জাল ছিড়ে যায় বারবার।

ফলে তারা দুই ভাই বালু উত্তোলনে ড্রেজারে দায়িত্বরত ব্যক্তিদের কাছে গিয়ে প্রতিবাদ করে। তখন বালু উত্তোলনকারী ড্রেজার দিয়ে জেলে রাম দাসকে মাথায় আঘাত করে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দেয়।
শুধু তাই নয় তারপর লিটন দাসকেও অপহরণ করে বাল্কহেডে করে নিয়ে যায় বালু তারা। পরে হাতিয়া থানাধীন এলাকা থেকে অপহরণ হওয়া লিটন জলদাসকে উদ্ধার করে পুলিশ। এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে রামদাসের স্ত্রী জানান, অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু উত্তোলনকারী ক্ষিপ্ত হয়ে তার স্বামী রামদাসকে মেরে সাগরে ফেলে দিয়ে দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে চলে যায় তারা। পরে পুলিশ লিটন দাসকে উদ্ধার করলেও তার স্বামী রামদাসের দু’ দিনেও কোন খোঁজ খবর মেলেনি।

এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবর রহমান সাংবাদিকদের বলেন, এই ঘটনায় ৬ জন আটক রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৪১৭ কোটি ৬১ লাখ টাকা কর আদায়