ছেলেবেলা

আলমগীর কবির | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

মায়ের আমি দস্যি ছেলে

মনের ডানা ধরছি মেলে,

ভীষণ খুশি বর্শি পেলে!

মাছ ধরবার পড়শি পেলে।

মায়ের আমি মিষ্টি ছেলে

উপহারের লিষ্টি পেলে,

ভীষণ খুশি বৃষ্টি পেলে

আকাশ দেখি দৃষ্টি মেলে!

দুষ্টু হঠাৎ শান্ত ছেলে

মায়ের বারণ জানতো ছেলে,

খেলতে গেলে রোজ ডাকে মা!

হতচ্ছাড়া খোঁজ থাকে না!

যাচ্ছি ডেকে সকাল থেকে

নবাবজাদা কাঁদা মেখে,

দৌড় দিয়ে যাই ফেলে খেলা,

রঙিন আমার ছেলেবেলা।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তির কল্যাণে
পরবর্তী নিবন্ধআকাশের জন্যে ভালোবাসা