মনে পড়ে দৌড় ঝাঁপ ঐ তাল পুকুরে
ঘেমে নেয়ে একাকার ঠিক সেই দুপুরে।
সারাদিন ছুটাছুটি নেই কোনো বাধা
মন ভরে থাকে শুধু হাসা আর কাঁদা।
ভাই-বোন সকলে দল বেঁধে খেলা
এমন আমোদে কেটে যায় বেলা।
ছেলেবেলা স্মৃতি নিয়ে লিখি আজ পদ্য
পুরোনো সেই দিনগুলো হারিয়েছি সদ্য।