ছেলেদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররাও

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজের সফরে ছেলেরা যে হারে ভাতা পান, মেয়েরাও ঠিক একই হারে পাবেন। এতদিন মেহেদি হাসান মিরাজরা দৈনিক ১১৫ ডলার (ভাতা ৭৫ ডলার + ট্যুর ফি ৪০ ডলার) পেলেও, নিগার সুলতানা জ্যোতিরা পেতেন মাত্র ৭৫ ডলার। নতুন এই সিদ্ধান্তে সেই বৈষম্য আর থাকছে না। নারী বিভাগ সূত্রে জানা গেছে, বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিশেষ উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উপ-অঞ্চলের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া আজ শুরু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে জেলা ক্রীড়া অফিসের কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন