ছেলেকে বিষ খাইয়ে মেরে মায়ের আত্মহত্যার চেষ্টা

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে ৯ মাস বয়সী শিশুপুত্রকে বিষ খাইয়ে এক মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় ওই শিশুর মৃত্যু হয়েছে। সংকটাপন্ন অবস্থায় মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের করবলাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবদুল্লাহ এবং তার মায়ের নাম মনি (৩৫)। তিনি ওই এলাকার আহমদ কবিরের মেয়ে।

স্থানীয় বাসিন্দা জাকের হোসেন জানান, মনির শ্বশুরবাড়ি সুন্দরপুর ইউনিয়নে। ধারণা করা হচ্ছে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে তিনি বাবার বাড়ি চলে আসেন। এর জের ধরেই তিনি তার শিশুপুত্রকে বিষ পান করান এবং নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত মা ও শিশুকে নাজিরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, মনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাপের বাড়িতেই এ ঘটনা ঘটে। তিনি নিজে বিষপান করার পাশাপাশি সন্তানকেও খাইয়ে দেন। এতে রাতে শিশুর মৃত্যু হয়, তবে মা এখনও চিকিৎসাধীন। মনি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধচার ক্যাটাগরিতে ২৪ পরিচালকের জন্য ৭১ জনের মনোনয়নপত্র জমা
পরবর্তী নিবন্ধএকমাত্র এনজিওগ্রাম মেশিনের যন্ত্রাংশ বিকল