ছুটছে ট্রাম্পের জয়রথ

বাইডেন সহজ জয় পেলেও অখুশি মিশিগানের ভোটাররা

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

মিশিগানে মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টশিয়াল প্রাইমারিতে সহজ জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রতি বাইডেনের অন্ধ সমর্থন ডেমোক্র্যাট ভোটারদের যে ক্ষুব্ধ করছে তার প্রমাণ এদিনে পাওয়া গেছে। কারণ, এদিন উল্লেখযোগ্যসংখ্যক ভোটার ব্যালটে আনকমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ নয়) ভোট দিয়েছেন। খবর বিডিনিউজের।

অন্যদিকে, রিপালিকান প্রেসিডেন্টশিয়াল প্রাইমারিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা কারণে বিতর্কিত এবং দলের ভেতর খুব একটা জনপ্রিয় না হলেও এবারের নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন রাজ্যের প্রাইমারি ও ককাসগুলোতে ট্রাম্পের জয়রথ এখন পর্যন্ত অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। রিপাবলিকান ভোটারদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তার চিত্র দেখে আগেই তার প্রতি নিজেদের সমর্থন জানিয়ে বাকি বড় প্রার্থীরা সরে গেছেন। টিকে আছেন একমাত্র নিকি হ্যালি। যিনি মিশিগানে দ্বিতীয় হয়েছেন। যদিও মিশিগানে নিজ নিজ দলের প্রাইমারিতে বাইডেন ও ট্রাম্পের সহজ জয় পূর্ব অনুমিতই ছিল। তারপরও মঙ্গলবার ভোট গণনার বিষয়টি গভীর মনোযোগে লক্ষ্য করা হয়েছে। মিশিগানে বিপুল সংখ্যায় আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের বসবাস। তাদের অনেকে বাইডেনের গাজাসংক্রান্ত নীতিমালার বিরোধী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ডেমোক্র্যাটদের প্রাইমারিতে ভোটাভুটির সময় ব্যালটে ‘আনকমিটেড’ অংশটি চিহ্নিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এডিসন রিসার্চের পরিসংখ্যান অনুযায়ী, মোট ভোটের প্রায় অর্ধেক গণনা শেষে দেখা গেছে ৫৮ হাজারের বেশি ভোটার ‘আনকমিটেড’ ভোট দিয়েছেন। যা প্রতিবাদ আয়োজকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। তাদের ধারণা ছিল, হয়তো ১০ হাজার ‘আনকমিটেড’ ভোট পড়বে।

পূর্ববর্তী নিবন্ধমালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় নিম্ন জন্ম হারের নতুন রেকর্ড