আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের ব্যবস্থাপনায় ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসায় আহলে বায়তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল ও ছহি বুখারি শরীফের খতম ছিপাতলী গাউছিয়া আজিজিয়া শাহী জামে মসজিদে অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন আলকাদেরী (মজিআ) এর সভাপতিত্বে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, মুহাম্মদ শফিউল আলম নেজামী, অধ্যক্ষ রফিক উদ্দিন ওসমানী, মুহাম্মদ নাছির উদ্দিন তৈয়বী, মুহাম্মদ কুতুব উদ্দিন, এ কে এম ইউসুফ আলকাদেরী, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।
হাটহাজারী খন্দকিয়া : হাটহাজারীর খন্দকিয়াহাট চত্বরে শাহাদাত এ কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল আমিন বারিয়া কামিল মডেল মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শাহ্ সূফি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (ম.জি.আ.)। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাশহুদুর রহমান হাশেমী, মুফতি গোলাম রাব্বানী কাশেমী, মাওলানা সোলায়মান আলম রেজভী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন শাহ্ সূফি শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।











