ছিপাতলী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

সবুজে সাজাই দেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। গত ২৪ জুলাই উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজির খীল এলাকায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রাস্তার দুই পাশে কর্মসূচির উদ্ধোধন করেন সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, ইউপি সদস্য মহিউদ্দিন আজিজী, বেলাল উদ্দিন, মো. দিদার. জিয়া হায়দার, মো.বাবুল প্রমুখ। এমপি দিলোয়ারা ইউসুফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ছিপাতলী এলাকায় ৫ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে সকলকে ১টি করে গাছের চারা লাগানোর আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাস-জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে
পরবর্তী নিবন্ধজনননিরাপত্তা নিশ্চিতে সাহসী ভূমিকা রেখেছেন পুলিশ : মেয়র