ছিন্নমূল শিশু–কিশোরদের সম্ভাব্য অপরাধী না ভেবে কীভাবে সমাজের মূল স্রোতধারার সাথে তাদের সম্পৃক্ত করা যায় তা নিয়ে সমাজ সেবা অধিদপ্তর, এনজিও ও পুলিশ অফিসারসহ সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্্েরাপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। গতকাল বুধবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে মেট্রোপলিটন শুটিং ক্লাবে অনুষ্ঠিত ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক দিনব্যাপী সেমিনারে সভাপতির বক্তব্যে হাসিব আজিজ এ কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও কিশোর অপরাধ দমনে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। যা ছিন্নমূল শিশু–কিশোরদের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে। শিশু কেন ছিন্নমূল হয় এমন প্রশ্ন রেখে বক্তারা বলেন, দেখা যাচ্ছে, শিশুরা পথে পথে বেড়ে উঠছে। মূলত দারিদ্র, মা–বাবার বিচ্ছেদ, বিবাহপূর্ব সন্তানের জন্ম, অকালে মা–বাবার মৃত্যু, মা–বাবার অসচেতনতার কারণেই এমন অবস্থা। মাদক কারবারিরাও এর পেছনে রয়েছে। দেখা যায়, ছিন্নমূল শিশু–কিশোরেরা মাদক সেবন করছেন। সেই মাদক থেকে তারা নানা অপরাধে লিপ্ত হচ্ছেন। বক্তারা বলেন, ছিন্নমূল শিশু–কিশোররাও এদেশের মানুষ। তাদের প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। তাদের কথা ভাবতে হবে। তারা যাতে মাদক গ্রহণ না করেন, তারা যাতে অপরাধে জড়িয়ে না পড়েন সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন, আমাদের একজনের সাথে একজনের বন্ধন বাড়াতে হবে। স্বামীর সাথে স্ত্রীর, বাবার সাথে ছেলে–মেয়ের, মায়ের সাথে ছেলে মেয়ের বন্ধন থাকতে হবে। একজনের প্রতি আরেকজনের যত্ন নিতে হবে, খোঁজ রাখতে হবে। জন্মের পর সন্তানকে সাথে রাখতে হবে। বাবা–মা না থাকলে স্বজনদের এ দায়িত্ব নিতে হবে। সর্বোপরি রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। যারা ছিন্নমূল শিশু–কিশোর রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে রাষ্ট্র। যেখানে তারা ছিন্নমূল জীবন পরিত্যাগ করে স্বাভাবিক শিশু–কিশোরদের মতো সমাজে বেড়ে উঠবে।
সেমিনারে বক্তব্য রাখেন ইউনিসেফ চট্টগ্রাম বিভাগীয় প্রধান মাধুরী ব্যানার্জী। শিশু–কিশোরদের পরিবার ও সমাজ থেকে বিছিন্ন করে দেয় এমন কার্যকলাপ থেকে অভিভাবকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় ছিন্নমূল শিশু–কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার আশংকা রয়েছে, সে বিষয়ে হুশিয়ার করে দেন মাধুরী ব্যানার্জী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নাজিবুল ইসলামসহ বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ।