ছিনতাইকারী চক্রের ‘বড় ভাই’ অস্ত্রসহ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্র বড় ভাই গ্রুপের প্রধান গোলাম রসুল সানিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম রসুল সানি (২৬) পটিয়া থানার শান্তিরহাট বেল্লাপাড়া সিদ্দিক মেম্বারের বাড়ির নজরুল ইসলামের ছেলে। কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নগরীর জলসা মার্কেটের সামনে গত ১ ফেব্রুয়ারি ইব্রাহিম সিফাত নামে এক ব্যক্তির মোবাইল ও মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় এ চক্রটি। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়। সিফাত থেকে লুন্ঠিত মালামালসহ গোলাম রসুল সানিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কার্তুজের সূত্র ধরে অভিযান চালিয়ে সিআরবি গলাচিপা জঙ্গল থেকে সানির স্বীকারোক্তি মতে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে আরও একটি নিয়মিত মামলা করা হয়েছে। সানির বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে পাঠানোর একদিন পর মেজর মান্নান দম্পতির জামিন
পরবর্তী নিবন্ধআজ পবিত্র মেরাজুন্নবী (দ.) মাহফিল ও গাউছুল আজম (রা.) এর ঈছালে ছাওয়াব