এরই মধ্যে বেশ কিছু ভিন্ন স্বাদের গান উপহার দিয়ে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। সেই ধারাবাহিকতায় এবার ‘ছায়াদের ঘুম’ শিরোনামে মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হলেন সময়ের আলোচিত এই গায়ক। গত শুক্রবার মিউজিক্যাল ফিল্মটি সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন তিনি। শাহান কবন্ধের লেখা, গোলাম রাব্বী সোহাগের মিউজিক কম্পোজিশনে এ গানটির গল্প ও পরিচালনায় ছিলেন জয় মাহমুদ। বেস গিটারে সোহেল মাহমুদ ও লিডে ছিলেন সাইক সালেকীন। গায়কের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন ফারহান সীমান্ত ও তাসফিয়া জাহিদ সাবা। খবর বাংলানিউজের।
নতুন এই মিউজিক্যাল ফিল্মের পরিচালক জয় মাহমুদ বলেন, ছায়াদের ঘুম মুলত একটি অপূর্ণ কাল্পনিক প্রেমের গল্প। কাল্পনিক প্রেম কোনো সহজ ঘটনা না। এটা একটা জটিল ঘটনা। এই জটিলতার পেছনে যে জিনিসটা দায়ী, সেটা হলো মুখোশ। মুখোশের একটা ইন্টারেস্টিং বিষয় হলো, মানুষ তার বাহ্যিকতাকে সাজানোর জন্য মুখোশ পরে এবং এই মুখোশের প্রতিই সে আকৃষ্ট হয়। কিন্তু আকৃষ্ট হওয়ার পর সে মুখোশের আড়ালে নিজেকে খুঁজে বেড়ায়। ‘ছায়াদের ঘুম’ গানটিতে এরকম একটা গল্পই তুলে ধরা হয়েছে, যেখানে একটি কাল্পনিক প্রেমের আকুতি তৈরি হয় মুখোশকে ঘিরে। কিন্তু মুখোশের অন্তরালে কল্পনার প্রেমিক তার প্রেমকে খুঁজে ফিরে।
প্রসঙ্গত, ‘হর্ষ’, ‘ফুল ফোটাব’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’, ‘তুমি দমে দম’ গানগুলো দিয়ে অল্প সময়ে বেশ আলোচনায় আসেন সাব্বির নাসির।