যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মাতা জুলফিকার জাহেদী নির্মাণ করছেন তার প্রথম চলচ্চিত্র ‘কাগজ’। গতকাল রোববার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, প্রেক্ষগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। গতকাল রোববার তথ্যগুলো নিশ্চিত করেন নির্মাতা জুলফিকার জাহেদী। তিনি বলেন, গতকাল সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে আমার ‘কাগজ’ সিনেমাটি।
আমাদের পরিকল্পনা আছে শিগগির প্রেক্ষগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার। সেভাবে সব কাজ করছি আমরা মিলেমিশে। ‘কাগজ’ থ্রিলার- রোমান্টিকধর্মী গল্পের সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা।
সিনেমায় বিশেষ চরিত্রে রয়েছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী। গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন নির্মাতা নিজেই।
নির্মাতা জুলফিকার জাহেদী জানান, সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। একজন লেখক কীভাবে এক ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠে তা দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। ইমন আহমেদ চরিত্রে অভিনয় করছেন নায়ক ইমন। তিনি বলেন, আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক আছে। গল্পটি চমৎকার। সিনেমাটি মুক্তি পেলে দর্শক বেশ উপভোগ করবেন।