ছাড়পত্রবিহীন ইটভাটা নিজ উদ্যোগে না সরালে আইনানুগ ব্যবস্থা

আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

ছাড়পত্রবিহীন ইটভাটা নিজ উদ্যোগে সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, ইটভাটা ব্যবসায়ীদেরকে আমরা লাইসেন্স ও ছাড়পত্র দিতে চাই। গতকাল ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃক্সখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, চট্টগ্রামে চার শতাধিক ইট ভাটার মধ্যে বৈধ রয়েছে মাত্র ৭৫টি। যেগুলোতে মাটির টপ সয়েল কেটে ও বন উজাড় করে ইট তৈরি করা হচ্ছে। ছাড়পত্রবিহীন এসব ইটভাটার ২য় পৃষ্ঠার ৭ম কলাম
মালিককে ইতোমধ্যে তাগাদা দেয়া হয়েছে। তারা নিজের উদ্যোগে ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপকূলে ডলফিন
পরবর্তী নিবন্ধপিছিয়ে গেল তদন্ত প্রতিবেদনে বাদীর নারাজি শুনানির আদেশ