ছালেহ আহম্মদ স্মৃতি যুব উন্নয়ন পরিষদের কম্বল বিতরণ

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

বলুয়ারদীঘির পশ্চিম পাড় মরহুম ছালেহ আহম্মদ সওদাগর স্মৃতি যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন খালেক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, দৈনিক আজাদীর সিনিয়র সহসম্পাদক মো. খোরশেদ আলম, মহানগর কৃষকলীগ নেতা হাজী মো. সেলিম, বিএনপির কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী, সমাজসেবক মঈনুদ্দিন আহমদ সুমন প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম বেলাল, এয়ার মো. আজিম, আনিস খোকন, মনির আহমদ, আনোয়ার হোসেন লিটন, ওয়াসিম, আরিফ, সাকিব, রাহুল, অভি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ সভা
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটির কর্মীদের আত্মত্যাগ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে