ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

| বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

পলোগ্রাউন্ড স্কুল : বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক আয়োজন গত ২৫ নভেম্বর পলোগ্রাউন্ড বহুমুখী স্কুলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবদুল মান্নান।

সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ খালেদের সঞ্চালনায় আলোচনা করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মীর মোহাম্মদ আবদুল মোন্‌এম, সিনিয়র শিক্ষক মো. মেজবাহুল হক, কাঞ্চন কান্তি মহাজন, রফরফের নূর ছিদ্দিকা, এস এম বোরহান উদ্দিন, শিপ্রা চৌধুরী, সুমাইয়া আক্তার জাহান, মুহাম্মদ যাহিদুল ইসলাম, মো. শাহিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান,হাটহাজারীতে চলতি বছরের জুলাই আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, খোরশেদ আলম শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আশরাফুল রকি, ইরফান, আহতদের মধ্যে মো. সায়েম, সৈকত দাস,মো.শহিদুল ইসলাম,মো. জামাল, মো.তামিম, দিল মোহাম্মদ প্রমুখ। শুরুতে শহিদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। মাওলানা মো.কামাল মোনাজাত পরিচালনা করেন।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, জুলাইআগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব খাঁন, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শরমিন আকতার, শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, সুমন শর্মা, মো. মিনহাজ, মো. আরমান প্রমুখ। সভায় শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান,বাঁশখালীতে গত জুলাইআগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে ও প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আবু সালেক, শিব্বির আহমদ রানা, আব্দুল হামিদ, মো. সাইফুল ইসলাম, সিকান্দার বাদশা, মো. জুনাইদ, ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত, আবুল কাশেম, মো. জামাল, মো. আরিফ ইসলাম, আব্দুর রহমান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ছাত্র আন্দোলনে আহত ও নেতৃত্ব দেওয়া ছাত্রদের নির্ভুল তালিকা প্রস্তুত করা হবে। ছাত্রদের সাথে উপজেলা প্রশাসন পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি বৈষম্যমূলক বাঁশখালী গড়ে তুলবো। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুপন কুমার নন্দী, নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় ছাত্ররা কোনো রাজনৈতিক দলের নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে জেলে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধট্রেন যাত্রা