ছাত্র-জনতার আন্দোলনে একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ

টাকার বিনিময়ে গুলি করেন, সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান’ দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করা তৌহিদ (৩২) পুলিশের হাতে ধরা পড়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার সদর উপজেলার কামালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। গত ৪ আগস্ট চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রজনতার আন্দোলনে তিনি নির্বিচারে গুলি চালিয়েছিলেন। ওই সময় তিনি একাই ২৮ রাউন্ড গুলি ছুড়েন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

গতকাল শনিবার নগরীর দামপাড়ায় সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার মোহাম্মদ রইছ উদ্দিন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রজনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওইদিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। তার ব্যবহৃত ওই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তার তৌহিদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান বলে জানা গেছে এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যেগুলো উদ্ধারের জন্য আমরা কাজ করছি।

গ্রেপ্তার তৌহিদুল ইসলাম পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জানান, চান্দগাঁও এলাকার সাবেক কাউন্সিলর এসরারুল হকের নির্দেশে ও টাকার বিনিময়ে তিনি ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ করেছেন।

পুলিশ বলেছে, চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাংগীরের দিকনির্দেশনায় চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিনের নেতৃত্বে এক দল পুলিশ গত শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ৪ আগস্ট তিনি ছাত্রজনতার ওপর একাই ২৮ রাউন্ড গুলি করেছেন বলে স্বীকার করেছেন। এ নিয়ে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলাকারী ৫৭ জনকে গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধপিকনিক বাস বিদ্যুতায়িত, গাজীপুরে তিন বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধনিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কিনছে বিএসসি