ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার প্রশিক্ষণ কর্মশালা

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর হাজারীলেইনস্থ অস্থায়ী কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুইটি সেশনে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। প্রশিক্ষণে সংগঠন, জাতীয় রাজনীতি ও বিশ্বরাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু কুমার দের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধইউসিবি সদরঘাট শাখায় আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী পালন
পরবর্তী নিবন্ধডা. এ এস এম ফজলুল করিমের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিল