বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে গুরুতর আহত মো: জাহিন জামানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে আহত শিক্ষার্থীর বাবা মো: খালেদুজ্জামানের হাতে এ অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
আহত ওই শিক্ষার্থী উপজেলার ভূজপুর থানার দক্ষিণ দাঁতমারা গ্রামের মো: খালেদুজ্জামানে ছেলে। সে চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
জানা যায়- ওই শিক্ষার্থী গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়। বর্তমানে তার ডান হাত অবশ হয়ে গেছে এবং গুলির বুলেটটি এখনো বুকের ভেতর থেকে বের করা সম্ভব হয়নি। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উপজেলা প্রশাসনের অনুদান প্রদানর সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মেজবাহ উদ্দিন এবং পিআইএ আবুল হোসেন প্রমুখ।