ইসলামী ছাত্রসেনা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা (আ/এ) ইউনিটের প্রতিনিধি সম্মেলন গত ১১ অক্টোবর উম্মুল ক্বোরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। ইউনিট সভাপতি মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট ২৭ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, ইসলামী ছাত্রসেনা সুস্থ রাজনীতির প্লাটফরম। সম্মেলনে সংবর্ধেয় অতিথি ছিলেন ছাত্রসেনা ডবলমুরিং থানার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসউদুর রহমান। উদ্বোধক ছিলেন ছাত্রসেনা ডবলমুরিং থানার সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা ডবলমুরিং থানার দপ্তর সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমান। বিশেষ অতিথি ছিলেন উম্মুল ক্বোরা তাহফিজুল মাদ্রাসার পরিচালক মুহাম্মদ গিয়াস উদ্দিন।
বক্তব্য রাখেন মুহাম্মদ রুবেল কাদেরি, নূর মুহাম্মদ নাবিল, মুহাম্মদ রবিউল হোসাইন, মুহাম্মদ আব্দুল বাছির নাঈম, মুহাম্মদ রবিউল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন মুহাম্মদ সরোয়ার জামান শিবলু। সম্মেলনে মুহাম্মদ জেসান উল্লাহ পিয়ালকে সভাপতি, মুহাম্মদ মহিউল ইসলাম খানকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মুহাম্মদ সুলতানুল কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












