পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের এক কর্মীকে মারধর করেছে উপগ্রুপ সিএফসির কর্মীরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষের প্রস্তুতি নিতে দেখা গেছে শাখা ছাত্রলীগের বিবদমান এই দুই গ্রুপকে। রাত ১১টায় এ প্রতিবেদন লেখার সময় থমথমে রয়েছে ক্যাম্পাস। আবদুর রব হলে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে হলের কাছাকাছি অবস্থান করছে বিজয়। অপরদিকে রব হলে থাকা সিএফসির কর্মীরাও প্রস্তুতি নিয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হলের সামনে অবস্থান করছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
মারধরের শিকার ছাত্রলীগ কর্মীর নাম আলিফ রহমান। তিনি অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ধাওয়া ও অনুসারীদের মারধর করে বিজয়ের কর্মীরা। আলিফ রহমান জানান, আমার পরীক্ষা পরশু। আমি পড়তে গিয়েছিলাম বন্ধুর কাছে। সিএনজি করে জিরো পয়েন্টে আসতেই হঠাৎ দশ–পনেরো জন এসে সিএনজির ভেতরেই এলোপাতাড়ি মারতে থাকে। আমি জানিও না তারা কেন আমাকে মারতেছিল। তারা আমাকে লাঠি দিয়ে মারতে থাকে।
বিজয়ের কর্মীরা জানান, আমাদের এক কর্মীকে ওরা জিরো পয়েন্টে একলা পেয়ে মারধর করেছে। আমরা এর প্রতিশোধ চাই। এ বিষয়ে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়ের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, সভাপতির কর্মীরা আমাদের এক জুনিয়রকে মারধর করেছে। আমরা সেন্ট্রাল ছাত্রলীগকে বিষয়টা জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন।
শাখা ছাত্রলীগের সভাপতি ও সিএফসির নেতা রেজাউল হক রুবেল বলেন, আমি ফেনীতে আছি। বিষয়টি আমার জানা নেই। প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের একজনকে মারধর করা হয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে আছে।