ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক মামুন আসামি অজয় কর খোকনকে কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর বিডিনিউজের।

অজয় কর খোকনকে বুধবার রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার বিবরণে বলা হয়, গত ২২ এপ্রিল গুলশান১ এর জব্বার টাওয়ারের পাশে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন সমবেত হয়। সকাল সাড়ে ৭ টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় ওইদিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

ছাত্রলীগের ১৯৯৮২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ৫ আসনে দলের মনোনয়ন চেয়েও তিনি পাননি। পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

পূর্ববর্তী নিবন্ধশুলকবহরে ৮ মোটর গ্যারেজের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধনবায়ন না করলে বাতিল হবে চেম্বারের সদস্যপদ