চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় শুক্রবার মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালী থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে জুলাই–আগস্টে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে গ্রেপ্তারদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া চকবাজারে একজনকে ও পাঁচলাইশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী আজাদীকে বলেন, মিছিলের পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। এদের একজনের অস্ত্র হাতে ছবিও রয়েছে। একজনের ব্যাপারে যাচাই–বাছাই চলছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে পাঁচলাইশ থানায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চকবাজার থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ২০–২৫ জন তরুণ নগরের জামালখান এলাকায় কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে সটকে পড়েন। এরকম কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আদতে এরা কারা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন তরুণ ছিলেন। যাদের মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। মিছিলে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেন তারা। এরপর দ্রুতই তারা ওই স্থান ত্যাগ করে চলে যান।
এই ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি (পিআর) তারেক আজিজ আজাদীকে বলেন, শুনেছি কোতোয়ালী থানায় ৪ জন এবং চকবাজার থানায় একজন গ্রেপ্তার রয়েছে। এর বাইরে তেমন জানি না কিছু। কাল (রোববার) সকালে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবো। অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।