ছাত্রদল নেত্রী নুসরাতকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে অপহরণ, শারীরিক ও মানসিক নির্যাতনের পর মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নগর ছাত্রদল। গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহম্মদ সড়কে এ মিছিল করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

সাইফুল আলম বলেন, দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে সরকার। একদিকে পুলিশী নির্যাতন অন্যদিকে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ। এই সরকারের নৈতিকতা বিবর্জিত সরকার। অবিলম্বে নুসরাতকে অপহরণ ও নির্যাতনের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেয়া হোক।

শরিফুল ইসলাম তুহিন বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক সকল অপকর্মের সাথে ছাত্রলীগ জড়িত। তারা নৈতিকভাবে ছাত্র রাজনীতি করার অধিকার হারিয়েছে। ছাত্র রাজনীতিতে এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছে ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, নূর নবী মহররম, নূর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, কামরুল হাসান আকাশ ও এনামুল হকসহ বিভিন্ন থানা কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি
পরবর্তী নিবন্ধসাংবাদিক শহীদ উল আলমের মাতৃবিয়োগ