ছাত্রছাত্রীদের মাঝে ১ হাজার বৃক্ষের চারা বিতরণ

দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগ

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১২নং সরাইপাড়া ওয়ার্ডস্থ চসিক পদ্মপুকুর পাড় সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সহসভাপতি নুর আহাম্মদ গুড্ডুর সভাপতিত্বে ও পাহাড়তলী থানা ছাত্রদল আহবায়ক ওয়ালিদ আবিরের সঞ্চলনায় ছাত্র ছাত্রীদের মাঝে ১ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। উপস্থিত ছিলেন নূর আহাম্মদ গুড্ডু, ফজলুল হক সুমন, হোসেন জ্জামান, ফকরুল হাসান রাজু, মুজিবুল হক মোজো, মোহাম্মদ শাহাজাহান, হারুন বেগ, শওকত খাঁন রাজু, ওয়ালিদ আবির, মোহাম্মদ ওমর ফারুক, এরশাদ রহমান, সাইফুল আলম, মোজাহিদ সওদাগর, শাহেদ তুশার, সাজ্জাদ হোসেন, আবু সালেক, ঈসমাঈল, ওয়াসিম, সোহাগ, আশেকুল ইসলাম, আবু সালেক ইকবাল, নিপু, মাহমুদ, রহিম, ইব্রাহিম ইবু, কালু, ইয়াসিন, সাব্বির, আসিফ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত টাক শাহ মিয়া ইসলামিক একাডেমির সবক প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকৃষক আমজনতার উদ্যোগে গাছের চারা রোপণ