ছাত্রছাত্রীদের মাঝে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে হবে

আলোচনা সভায় অতি. বিভাগীয় কমিশনার

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৯:২৪ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক, একশনএইড এবং ইউরোপীয়ান ইউনিয়নের সহযোগিতায় জলবায়ু জনিত কারণে অভিবাসন- প্রেক্ষিত চট্টগ্রাম বিষয়ক আলোচনা সভা গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তক’র প্রধান নির্বাহী লিটন চৌধুরী। জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রেজেন্টশন প্রদান করেন ক্লাইমেট চেঞ্জ বিশেষজ্ঞ ম. আবদুর রহমান রানা। সংশপ্তক’র ভাইস চেয়ারম্যান পার্থ প্রতীম দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সারা বিশ্বে হিমবাহের গলন, অগ্নুৎপাত, সুনামি, মরুকরণসহ নানাবিধ দুর্যোগের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে যার প্রভাব বাংলাদেশেও বিদ্যমান। বিগত কয়েক দশকে বাংলাদেশে উদ্বেগজনক হারে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে যার মধ্যে অতিবৃষ্টি, বন্যা, ভূমিধ্বস, সাইক্লোন, খরা প্রভৃতি উল্লেখযোগ্য। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জলবায়ু বিষয়ক পাঠ্য আরও বৃদ্ধি করা প্রয়োজন।
জয়নাব বেগম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রশ্নোত্তর পর্বে অভিবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানে সহায়তা করেন কৃষিবিদ রফিকুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আসাদুর রহমান, নিউটন দাশ, বিদ্যুৎ কান্তি নাথ, আবিদা আজাদ, উৎপল বড়ুয়া, মোহাম্মদ আলী সিকদার, মো. মঈনুদ্দিন ও বিভিন্ন এলাকা থেকে আগত অভিবাসীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে প্রথম শুরু হলো মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প
পরবর্তী নিবন্ধ‘মহিলা উদ্যোক্তাদের সহায়তা করা সাংবিধানিক দায়িত্ব’