ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকায় ৮ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার সন্ধ্যার পরে মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার শিক্ষক মো. ইয়াসিনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান মির্জা। খবর বিডিনিউজের।
তিনি বলেন, মাদ্রাসার এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগের খবর পেয়ে ওই শিক্ষককে প্রথমে ধরে জনগণ। পরে আমরা নিয়ে এসেছি। এ ঘটনায় মামলা হচ্ছে। ওই ছাত্রটিকেও হেফাজতে নেওয়া হয়েছে, তাকে হাসপাতালে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।