ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বৃহত্তর চট্টগ্রামে বসবাসকারী সদস্যদের একটি প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্য নিয়ে ছাগলনাইয়া সমিতি চট্টগ্রাম-এর আহ্বায়ক কমিটির উদ্যোগে ২৬ নভেম্বর আগ্রাবাদস্থ সিল্ভার স্পুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো সমিতির ‘আজীবন সদস্য সংগ্রহ উৎসব,সম্মাননা ও মতবিনিময় সভা’।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক জাহের আহমেদ মুরাদ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল নতুন আজীবন সদস্য সংগ্রহ ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সদস্য-সচিব প্রফেসর এ. জি. এম. নিয়াজ উদ্দিন, যিনি সমিতির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করে বলেন, অসহায়দের সহায়তা, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম সমিতির মাধ্যমে পরিচালিত হবে। যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম মজুমদার সমিতির সংবিধান উপস্থাপন করেন।
এতে অতিথিদের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামরুল আক্তার, হক এন্ড সন্স-এর ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক এম নুরুল হোসেন, টেরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আলহাজ্ব বেলায়েত হোসেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব একেএম শামসুদ্দীন আজাদ, আব্দুল মান্নান মজুমদার, প্রফেসর মতিউর রহমান, কাজী শেখ নুরুল্লাহ বাহার, ব্যবসায়ী মো. জাফর আলম, আব্দুলাহ আল মাহমুদ চৌধুরী আজাদ, হামিদ উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী মো. ইয়াকুব চৌধুরী, লিটন পাটোয়ারী, ব্যবসায়ী হুমায়ন কবির চৌধুরী, ওয়ালী উল্ল্যাহ, জাহাঙ্গীর আলম, আবু মোকাররম টিপু, টি আই রফিক, বেলাল আহমেদ প্রমুখ।
যুগ্ম-আহ্বায়কদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, এ. জি. এম. জিয়া উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ মনছুর আলম, জাহের আহমেদ মুরাদ, এম. এ. পলাশ মজুমদার, মোহাম্মদ এমরান হোসেন ভূঁইয়া, মোঃ সারাফাত উল্ল্যাহ, মোঃ আরশাদ হোসেন শালিম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, এবং আহমেদ হোসেন।
আজীবন সদস্যদের মধ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাশেদা আক্তার, এডভোকেট খন্দকার জেসমিন আক্তার, ইঞ্জিনিয়ার আজমির হসেন, সাইফুল ইসলাম, টিপু পাটোয়ারী, এবং হাফেজ সৌরভ হোসেন।
সভায় কমিটির নেতারা সংগঠনকে সুসংহত করার মাধ্যমে ছাগলনাইয়া উপজেলার সামগ্রিক কল্যাণে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে দুই শতাধিক আজীবন সদস্যকে সম্মাননা জানানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।












