নির্দিষ্ট সময়ে ইজারামূল্য পরিশোধ না করায় ছয়টি বাজারের ইজারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ইজারাদারদের আগামী রোববার এ বিষয়ে ইজারদার চিঠি দেয়ার কথা রয়েছে।
চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ইজারা বাতিলের সিদ্ধান্ত হওয়া বাজারগুলো হচ্ছে– বহদ্দারহাট, চকবাজার, পোস্তরপাড়, সাগরিকা গরু বাজার, কাজীর হাট ও আব্দুল মাবুদ সওদাঘর হাট। জানা গেছে, গত বছরের মার্চ মাসে এসব বাজারে ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়। পরবর্তীতে চূড়ান্ত হওয়া ইজারাদারদের একইবছরের ১৪ এপ্রিলের মধ্যে বাজারের ইজারামূল্য জমা দেওয়া বাধ্যবাধতা ছিল। তবুও বাজারগুলোর ইজারাদাররা ইজারামূল্য জমা দেননি। তাই ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ইজারা বাতিলের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন চসিকের স্টেট অফিসার রেজাউল করিম।