সংগঠক উজ্জ্বল পালিতের মাতা ছবি রানী পালিত (৭৬) নিজ বাড়ি চৌধুরীহাটে গত বুধবার পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় নবীন সাধুর বাড়ী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সাবেক সহ-সভাপতি ডা. অশোক কুমার দেব, যুগ্ম সম্পাদক অলক মহাজন, হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক রিমন মুহুরী, অধ্যাপক শ্রীমান ঘোষ, ডা. বিজয় সরকার, সুমন চৌধুরী, লায়ন রনধীর চৌধুরী ভুলন, ইউপি সদস্য লিটন দাশ, কৃষ্ণ বনিক, কল্যাণ পাল, নাথুরাম ধর, সুভাষ রাহা, নেপাল পাল প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।