আজিজুল হাকিম। একজন চিরসবুজ মানুষ। অভিনেতা হিসেবে কেমন সেটা বহু বছর আগেই প্রমাণ করেছেন। আসছে ঈদে গুণী এ অভিনেতা আলো ছড়াবেন বড় পর্দায়। এসএ হক অলিক পরিচালনায় তার অভিনীত ‘গলুই’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমা নিয়ে আপনার প্রত্যাশা কেমন? আজিজুল হাকিম বলেন, ‘গলুই’র গল্পটা একটু ভিন্ন। গ্রামীণ পটভূমির একটি প্রেমের গল্প। এই ছবিটিতে কাজ করে আনন্দ পেয়েছি।
কাজ করে খুব ভালো লেগেছে। আমার চরিত্রটিও একটু ভিন্ন ধরনের। প্রেমে পাগল মানুষের চরিত্রে অভিনয় করেছি। আশা করি এই ছবিটির মাধ্যমে দর্শক আবারো হলে ফিরবে। সিনেমাটি হলে এসে প্রচুর মানুষ দেখবেন এবং গল্পটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
এই সিনেমায় আপনি দেশের শীর্ষ নায়ক শাকিব খানের চাচার চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এ অভিনেতা বলেন, খুবই ভালো। খুবই কো-অপারেটিভ শাকিব খান। তার সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা ছিল না। আমার কাছে যেটা মনে হয়েছে চরিত্র নিয়ে তিনি খুবই সিরিয়াস এবং খুটিনাটি বিষয়গুলো জানার আগ্রহ আছে। চমৎকার অভিনয় করেছেন।