বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে গরীব অসহায় ৩৫০ পরিবারের মাঝে প্রতিজনকে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ছনুয়া ইউনিয়ন পরিষদ হলরচমে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারচনুর রশীদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মো. শহীদ উল্লাহ, ইউপি সচিব অরচন জয় ধর, সাংবাদিক আবু বক্কর বাবুল, মো. হেলাল উদ্দীন, আবদুল হামিদ, ডা. নোমান চৌধুরী ও রেজাউল চৌধুরী প্রমুখ। নগদ অর্থ বিতরণকালে চেয়ারম্যান মো. হারচনুর রশীদ বলেন, ‘বর্তমান সরকার গরীব অসহায় লোকজনদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছনুয়া ইউনিয়নে করোনাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।’