ছনহরা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

পটিয়ার ছনহরা অদ্বৈত ধাম ও মিশনে গত ২৩ ফেব্রুয়ারি থেকে দুই দিন ব্যাপী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৬১তম স্মরণোৎসব পালিত হয়। গত শুক্রবার ম্যাক্সিম গোর্কী শীল টিপুর পরিচালনায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন একাডেমীর সভাপতি সুজিত ভট্টাচার্য দোলন, লায়ন স্বপন কুমার বিশ্বাস, সোনারাম ধর, শিমুল কানুনগো, রতন বিশ্বাস, ওসমান আলমদার, রাখাল বিশ্বাস, সঞ্জীব চক্রবর্তী টিংকু, সুব্রত কানুনগো, উত্তম দাশ, সুজয় শীল, চন্দন দাশ। তুলসীধামের মোহন্ত মহারাজ ও দীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে ও সুব্রত কানুনগোর সঞ্চালনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আবার বাজাও তোমার পাঞ্চজন্য’ অনুষ্ঠিত হয়। সংগীত প্রশিক্ষক মৃদুল চৌধূরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ পি চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতি, শাহীন আক্তার, ইকবাল হোসেন, সাইফুল আালম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুঞ্জন হলো সত্যি, মা-বাবা হচ্ছেন দীপিকা-রাণবীর
পরবর্তী নিবন্ধআবারও অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন শাবনূর!